Top

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

১২ নভেম্বর, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ২২৫ বারে ১ লাখ ৩১ হাজার ৭১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ১১৩ বারে ৭৩ হাজার ৬৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি ৬৫০ বারে ৬ লাখ ১ হাজার ৫৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এশিয়া ইন্স্যুরেন্সের ৮.৭৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৮.৫৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭.৬৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭.২৪ শতাংশ, রানার অটোমোবাইলসের ৭.০২ শতাংশ, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৭৬ শতাংশ এবং সী পার্ল রিসোর্টের ৬.৫৮ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার