Top
সর্বশেষ

জবির নতুন পি আর ও সাইফুল

১৯ মার্চ, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
জবির নতুন পি আর ও সাইফুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর প্রধানের দায়িত্ব পেলেন উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ মার্চ) তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলামকে দপ্তর প্রধান হিসেবে পরিচালক পদে দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্বপ্রাপ্তির পর গত বৃহস্পতিবার (১৮ মার্চ) এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এসময় দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছেন। তার এ পদন্নোতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শেয়ার