Top

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

১৩ নভেম্বর, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

পঞ্চদশ সংশোধনী সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান।

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছে। ক্ষুন্ন হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব। তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানিতে তিনি এ কথা বলেন।

বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই সংশোধনী বাতিল না হলে ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবেনা।

অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে।

এ নিয়ে পঞ্চম দিনের মত পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানি হচ্ছে হাইকোর্টে।

এম জি

শেয়ার