Top
সর্বশেষ

বিয়ের বাস নদীতে পড়ে পাকিস্তানে নিহত ১৪

১৩ নভেম্বর, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
বিয়ের বাস নদীতে পড়ে পাকিস্তানে নিহত ১৪

উত্তর পাকিস্তানের একটি বাস সিন্দু নদীতে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত এবং আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের অনেকেই মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।

গিলগিত-বালতিস্তান অঞ্চলের কর্তৃপক্ষের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (১২ নভেম্বর) চালক উচ্চ গতিতে বাস চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটিতে প্রায় দুই ডজন যাত্রী ছিলেন। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। নিহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিছু কিছু প্রতিবেদনে এই সংখ্যাটা ২৬ জন পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

উদ্ধারকর্মীরা ইতোমধ্যে নদী থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করেছে। ১২ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ঠান্ডা আবহাওয়ার কারণে তারা আর বেঁচে নেই।

এই ঘটনায় নববধূ বেঁচে ছিলেন। তাকে হাসপাতালে নেয়াও হয়। কিন্তু পরে সেখানে তিনি মারা যান বলে জানিয়েছে দ্য ডন।

জিও নিউজ জানিয়েছে, বাসটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়ালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে প্রায় দুপুর ১টার দিকে এটি দিয়াম জেলার তেলচি ব্রিজ থেকে ছিটকে নদীতে পড়ে যায়।

পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে প্রতি বছর গড়ে ৯ হাজার দুর্ঘটনা ঘটে। এতে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

গত ২৫ আগস্ট রাওয়ালাকোট শহরের কাছাকাছি পাকিস্তান শাসিত কাশ্মীরে একটি যানবাহন খাদে পড়ে ২৯ জন যাত্রী নিহত হয়। একই দিনে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের লাসবেলা জেলায় আরও একটি বাস খাদে পড়ে ১১ জন নিহত হয়।

এম জি

শেয়ার