সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮০১ বারে ৪ লাখ ২৬ হাজার ৯৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস্কয়ার নিটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৮১ বারে ৪ লাখ ৯৩ হাজার ৫৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা উসমানীয়া গ্লাসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮ বারে ১ হাজার ৪০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– গ্লোবাল হেভি কেমিক্যালের ৬.৪৭ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫.৬৬ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৫.৫৬ শতাংশ, সোনালী আঁশের ৫.৩২ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৯৫ শতাংশ এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর ৪.৮৪ শতাংশ কমেছে।
এসকেএস