Top
সর্বশেষ

শেষবারের মতো বৈঠকে বসছেন বাইডেন-জিনপিং

১৪ নভেম্বর, ২০২৪ ৯:৫১ পূর্বাহ্ণ
শেষবারের মতো বৈঠকে বসছেন বাইডেন-জিনপিং

তৃতীবারের মতো আবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসতে চলেছেন। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আগামী শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈশ্বিক পরাশক্তি এই দুই নেতার মধ্যে সম্ভবত এটিই সর্বশেষ বৈঠক।

বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও আনাদোলু।

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন বলে প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন। উভয় নেতার এই বৈঠকটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের সাথে সম্ভাব্য আরও বেশি উত্তপ্ত সম্পর্কের জন্য প্রস্তুতি নিচ্ছে বেইজিং।

এদিকে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) অবসরে চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে বুধবার হোয়াইট হাউস জানিয়েছে।

রয়টার্স বলছে, বৈশ্বিক পরাশক্তি এই দেশের দুই নেতা সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর এবং রাশিয়া ইস্যু পর্যন্ত উত্তেজনা কমিয়ে রাখার চেষ্টা করেছেন।

এনজে

শেয়ার