সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬৩ বারে ৭ লাখ ৬৪ হাজার ৭৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯২২ বারে ৫ লাখ ৯৬ হাজার ১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩ বারে ১৩ হাজার ৫৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– গ্লোবাল হেভি কেমিক্যালের ৫ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪.৬৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৪.৫৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪.০৫ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৩.৭৯ শতাংশ, খান ব্রাদার্সের ৩.৭৫ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের শেয়ার দর ৩.৫৭ শতাংশ কমেছে।
এসকেএস