Top
সর্বশেষ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ প্যারামেডিক নিহত

১৬ নভেম্বর, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ প্যারামেডিক নিহত

লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তায় স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

এ বিষয় তিনি বলেন, লেবাননের আলবেক জেলা দোউরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডব্লিউএইচওর প্রধান ওই পোস্টে লেখেন, সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন ‘নতুন স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করতে হবে সবখানেই।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময় ব্যাপক হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে মাসখানেকের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে। চালানো হচ্ছে স্থল অভিযানও।

এনজে

শেয়ার