Top
সর্বশেষ

আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার: প্রধান উপদেষ্টা

১৬ নভেম্বর, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ
আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার: প্রধান উপদেষ্টা

আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার ভিত্তিতে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন। আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ১০০ দিন আগে ১৫০০ ছাত্র-জনতাকে হত্যা করেছে বিগত রেজিম। প্রায় ২০ হাজার মানুষ আহত হয়েছেন।

যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন আজ এই আন্তর্জাতিক সমাবেশে তাদের প্রতি সম্মান জানাতে চাই।

তিনি বলেন, আমাদের দেশ তারুণ্যনির্ভর। দেশের ১৭ কোটি মানুষের অর্ধেকের বয়সই ২৭ বছরের কম। এটা সৃজনশীলতায় আমাদের দেশকে খুবই শক্তিশালী করেছে। টেকসই উন্নয়নে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের তরুণদের।

প্রধান উপদেষ্টা বলেন, এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে উঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে। যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না। সবার মধ্যে সমানভাবে বণ্টন হবে।

বিদেশী অতিথিদের ঢাকার রাস্তাগুলো ঘুরে দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ঢাকার রাস্তায় ঘুরে দেখুন, রাস্তাগুলোর দেয়ালে তরুণদের স্বপ্ন ও আবেগের রঙিন চিত্রগুলো আপনাদের মুগ্ধ করবে। এটি কোনো পরিকল্পিত প্রচেষ্টা নয়, বরং একটি স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।

অধ্যাপক ইউনূস তার বক্তব্য শেষ করেন এই আশাবাদ দিয়ে, ‘মানবজাতি যা চায়, তা অর্জন করতে পারে।

কেবল আমাদের যথেষ্ট প্রচেষ্টা চালাতে হবে’। বক্তব্যের শেষে তিনি কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এনজে

শেয়ার