কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘হবিগঞ্জের বন্ধন’-এর নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) স্বপ্নচূড়া রিসোর্টে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক মুজতাহিদ উদ্দিন এবং ব্র্যাক কর্মকর্তা রুবেল আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্ধনের সভাপতি আল আমিন, আর সঞ্চালনায় ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউসার।
প্রধান অতিথি ড. মিজানুর রহমান নবীনদের উদ্দেশে বলেন, “ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযি খালাক,” অর্থাৎ, “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।” তিনি আরও বলেন, “ধর্মীয় জ্ঞানার্জনের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তে হবে। মেধা বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনার ক্ষেত্রে কখনো হতাশ হওয়া যাবে না।”
বন্ধনের সভাপতি আল আমিন নবীনদের উদ্দেশে বলেন, “পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করলে নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। বন্ধনের প্রতি ভালোবাসা ধরে রেখে সবাই একসঙ্গে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেরা রান্না করেন এবং দিনব্যাপী হাড়ি ভাঙা, পিলু পাসিং, চেয়ার সেটিংসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরো আয়োজনেই ছিল বন্ধনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
দিনশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এনজে