জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে চার প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল এবং অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা দুইটায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব বলেন, “পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সঙ্গে এই চুক্তি শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে।” চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি ড. মাহফুজা মোবারক, সহযোগী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এই সমঝোতা স্মারকের আওতায় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, প্রশিক্ষণ, কর্মশালা, দক্ষতা বৃদ্ধি, পলিসি অ্যাডভোকেসি এবং কমিউনিটি এঙ্গেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণা ও কাজ করবে।
বিএইচ