প্রান্তিক খামারিদের কাছে রেজিস্টার্ড প্রাণী চিকিৎসকের চিকিৎসা সেবা পৌঁছে দিতে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা খুলনায় অনুষ্ঠিত হয়েছে।
খুলনার ব্লু অর্কিড রেস্টুরেন্টে সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউএসএআইডি’র অর্থায়নে ফিড দ্যা ফিউচার লাইভ স্টক এন্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন খুলনার ভেটেরিনারি পাবলিক হেলথের উপ-পরিচালক ডাক্তার এবিএম জাকির হোসেন, বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাহেব আলী ও খুলনা জেলা কৃত্রিম প্রজননের উপ-পরিচালক ডাক্তার স্বপন কুমার।
এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দাকোপ, দিঘলিয়া বাগেরহাট সদর, বটিয়াঘাটা, তেরখাদা এবং ভেটেনারি সার্জন দিঘলিয়া, এবং বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের ভেটেনারিয়ানরা ও স্থানীয় প্রাণী সেবা দানকারী ও খামারিরা উপস্থিত ছিলেন।
কর্মশালাটি অর্গানাইজ করেন আই সিটি ফিল্ড কর্ডিনেটর এম পাওয়ারের সিনিয়র রিজিওনাল শাহিন মাহমুদ ।
কর্মশালায় সভাপতিত্ব করেন কমার্শিয়ালাইজেশন অফ আইসিটি সার্ভিসেস এম্পাওয়ারের লিড ডাক্তার মুনীর আহমেদ।
কর্মশালায় আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডিআই ভোকার সিনিয়র ফিল্ড কর্ডিনেটর মাহফুজা পারভিন, ফিল্ড কোডিনেটর বিপ্লব ও তরিক ও এম্পাওয়ার প্রোডাক্ট ম্যানেজার টেকনিক্যাল হিমেল বৈদ্য উপস্থিত ছিলেন।
এসকেএস