দেশের মাটিতে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে বেনার নিউজ বাংলা আয়োজিত ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, যাদের হাতে শহীদদের রক্ত, তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই।
আওয়ামী লীগের কোনো অপরাধবোধ নেই উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, গণহত্যা আর অপরাধের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে নূন্যতম অনুশোচনাবোধ নেই, ক্ষমা চাওয়ার লক্ষণ নেই। উল্টো পুলিশ হত্যার বিষয়টিকে সামনে এনে তারা গণহত্যার অপরাধের বাইরে আলাদা বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ অবস্থায় আওয়ামী লীগের বিচার হতেই হবে।
বিএইচ