Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

২০ নভেম্বর, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ৫৪৫ বারে ৫ লাখ ৩৭ হাজার ২০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা কুইন সাউথের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ৫১৮ বারে ১৬ লাখ ৩ হাজার ৬৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি’র শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭৮৬ বারে ১৬ লাখ ৩১ হাজার ৩৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৫৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ফাইন ফুডসের ৭.৮২ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৬.০৭ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ৫.৮৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.২৬ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৫.২৬ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪.৯১ শতাংশ ইসলামীক ফাইন্যান্সের ৪.৪২ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার