Top
সর্বশেষ

সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৬

২১ নভেম্বর, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ
সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার পালমিরা শহরের আবাসিক বিভিন্ন ভবন ও শিল্প এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।

সিরিয়ার বর্তা সংস্থা সানার বরাতে বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা বলেছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো দুপুর দেড়টার দিকে জর্ডান সীমান্তের দিক থেকে এসে আক্রমণ করে। এতে উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়।

এদিকে, যুক্তরাজ্য-ভিত্তিক একটি পর্যবেক্ষক গ্রুপ বলেছে, ভয়াবহ এ হামলায় নিহতের সংখ্যা ৪১ বলে জানায়। ইরান-সমর্থিত মিলিশিয়া যোদ্ধাদের পরিবার অধ্যুষিত অঞ্চলে এবং এর আশপাশে একটি অস্ত্রের ডিপো ও অন্যান্য স্থানকে লক্ষ্য করে এসব হামলা হয়।

তবে এ হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তারা বলেছে, এ হামলা সম্পর্কে বিদেশি মিডিয়ার প্রতিবেদনের বিষয়ে তারা মন্তব্য করবে না।

বিবিসি বলছে, বুধবারের হামলার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ও ছবিতে পালমিরা এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) তাদের সূত্রের বরাত দিয়ে বলেছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো শহরের তিনটি স্থানে হামলা করেছে।

এসওএইচআর জানায়, এ হামলায় ২২ বিদেশি নাগরিক এবং সাত সিরীয়সহ ৪১ জন নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক রয়েছেন।

বিএইচ

শেয়ার