Top

এক ঘণ্টায় ডিএসইতে ২৬১ কোটি টাকার লেনদেন

২৮ আগস্ট, ২০২০ ৭:৫৫ পূর্বাহ্ণ
এক ঘণ্টায় ডিএসইতে ২৬১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ আগস্ট) লেনদেন শুরুতেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থান প্রবণতা দেখা দিয়েছে।

দুই বাজারেই মূল্য সূচকের বড় উত্থানের সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেই সঙ্গে লেনদেনের গতিও রয়েছে ভালো অবস্থানে।

লেনদেনের প্রথম ঘণ্টা শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৮ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ ৭ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টির। আর ৭৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৬১ কোটি ৩৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১১৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

শেয়ার