Top

শৈলকূপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

০২ ডিসেম্বর, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
শৈলকূপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ছবেদ আলী ভান্ডারিপাড়া গ্রামের একজন কৃষক বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, ছবেদ আলীকে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম জি

শেয়ার