Top
সর্বশেষ

প্রাইম ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ’র মধ্যে পার্টনারশিপ চুক্তি

২১ মার্চ, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
প্রাইম ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ’র মধ্যে পার্টনারশিপ চুক্তি

তৈরি পোশাক শিল্প খাতে কর্মরত শ্রমিকসহ দেশের স্বল্প আয়ের মানুষদের মাঝে ডিজিটাল ঋণ সুবিধা প্রদান করার লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড এবং সুইচকন্ট্যাক্ট বাংলাদেশ-এর একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।

এই উদ‌্যোগ ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশনের চলমান প্রক্রিয়াকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। প্রাইম ব্যাংক ও সুইচকন্ট্যাক্ট বাংলাদেশ-এর এই পার্টনারশিপের উদ্দেশ্য হচ্ছে— যৌথভাবে দেশের স্বল্প আয়ের মানুষদের জন্য ডিজিটাল ঋণ প্রদান পরিষেবার প্ল্যাটফর্ম তৈরি করা।

এক্ষেত্রে প্রাইম ব্যাংকের ঋণ প্রোডাক্টসমূহ ও নিম্ন আয়ের মানুষদের জন্য সারথীর আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টির অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো হবে। উভয় প্রতিষ্ঠানই পারস্পরিক সুবিধা ও সহযোগিতা প্রদানের ক্ষেত্রে একসাথে কাজ করতে সম্মত হয়েছে।

এই চুক্তি স্বাক্ষর সম্পর্কে ‘সারথী এর টিম লিডার সৈয়দা ইসরাত ফাতেমা বলেন, ‘ডিজিটাল ঋণ প্রদান উদ্যোগে প্রাইম ব্যাংকের সঙ্গে থাকতে পেরে সুইচকন্ট্যাক্ট আনন্দিত। প্রাইম ব্যাংককে ধন্যবাদ এ ধরনের একটি প্রোডাক্ট চালু করার জন্য। বাংলাদেশের ডিজিটাল ঋণ প্রদান খাতে এই নতুন ডিজিটাল সুবিধাটি বড় ধরনের প্রভাব ফেলবে ও পরিবর্তন আনবে।’

এই পার্টনারশিপ সম্পর্কে, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার এএনএম মাহফুজ বলেন, ‘এই উদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ প্রকল্পে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার সুইসকন্ট্যাক্টের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এর ফলে ব্যাংকিং খাতের বাইরে থাকা মানুষেরা আধুনিক ব্যাংকিং সুবিধা পাবে। এই জনগোষ্ঠী সহজে ঋণ সুবিধা পাবে।’

শেয়ার