Top

নাসিরের স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

২২ মার্চ, ২০২১ ১১:৪৫ পূর্বাহ্ণ
নাসিরের স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তার সাবেক স্বামী রাকিব হাসান।

রোববার (২১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিনি অভিযোগ করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আক্তরুজ্জামান ইলিয়াস এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (২১ মার্চ) রাতে রাকিব হাসানের দেওয়া অভিযোগ গ্রহণ করা হয়েছে। সোমবার (২২ মার্চ) এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রাকিব হাসান বলেন, ‘মানহানিকর বক্তব্য দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে তামিমাকে আসামি করে মামলা করতে যাই। তবে পুলিশ তা অভিযোগ আকারে গ্রহণ করেছে।’

রাকিব হাসান আরও বলেন, ‘তামিমা তাম্মী আমার বিষয়ে বিরূপ মন্তব্য করেছেন। ডিজিটাল মাধ্যমে মানহানিকর মন্তব্য করে তিনি আমাকে হেয়প্রতিপন্ন করেছেন। এ কারণে আমি আইনের দারস্ত হয়েছি। পুলিশের কাছে এ সংক্রান্ত একটি অভিযোপত্র দাখিল করেছি।’

লিখিত অভিযোগে রাকিব বলেন, ‘গত ১৯ মার্চ বেসরকারি দুটি টেলিভিশনে আমার শিক্ষাগত যোগ্যতাসহ নানা বিষয় নিয়ে মানহানিকর মন্তব্য করা হয়। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। একইসঙ্গে এ ধরনের বক্তব্য আক্রমণাত্মক এবং ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপন্থী।’

শেয়ার