Top

সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

১৫ ডিসেম্বর, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ
সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা। অনশনে বসা প্রেমিকা দুই সন্তানের জননী।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার মধ্যপাড়া গ্রামে প্রেমিক বাবু ড্রাইভারের বাড়িতে অনশন শুরু করেন এই নারী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তিনদিন ধরে বিয়ের দাবিতে বাবু ড্রাইভারের বাড়িতে উঠলে বিয়ে না করে উল্টো হুমকি ও ভয় দেখাতে থাকে, বিষয়টি দেন দরবার করে টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, স্বামী ও দুই সন্তান রেখে বিয়ের দাবিতে বাবু ড্রাইভারের বাড়িতে ওঠায় এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা।

প্রেমিক বাবু ড্রাইভার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার মধ্যে পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে, ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন তিনি।

ভুক্তভোগী নারী আল্পনা খাতুন জানান, ৮ বছর ধরে বাবু ড্রাইভারের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তারা একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি বিয়ের কথা উঠলে বাবু ড্রাইভার বিয়ের বিষয়টি এড়িয়ে যান এবং নানা অজুহাতে সময় কাটাতে থাকেন। তিনি আরও বলেন, স্বামী সন্তান রেখে বাবু ডাইভারের বাড়িতে এসেছি, যতক্ষণ পর্যন্ত বাবু আমাকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকব। আমার জীবন থাকতে এখান থেকে সরে যাব না।

আল্পনা খাতুন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার আকন্দ পাড়া গ্রামের গোলবার হোসেনের মেয়ে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

শেয়ার