বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনের সামনে থেকে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজের সভাপতিত্বে ভাসানী মিলনায়তন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান রঞ্জন ও নূর কায়েম সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এবং সদস্য সচিব মিলন হক রঞ্জু প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের নেতৃত্বে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বিএনপির দলীয় কার্যালয় ইবি রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজার স্টেশন রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়।
অনুষ্ঠানের পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এনজে