Top

তাড়াশের ৭ ইউনিয়নে কৃষক দলের কমিটি ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ
তাড়াশের ৭ ইউনিয়নে কৃষক দলের কমিটি ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশের ৭টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) তাড়াশ উপজেলা কৃষকদলের সভাপতি ডা. গোপাল চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক মো. ইসহাক হোসেন হক স্বাক্ষরিত তাড়াশ উপজেলা কৃষক দলের আলাদা আলাদা প্যাডে উপজেলার ৭টি ইউনিয়নে ৫১ সদস্য বিশিষ্ট করে এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে তাড়াশ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হয়েছেন মো. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মো. আদম আলী ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মন্তাজ আলী।

মাগুড়া বিনোদন ইউনিয়ন কৃষক দলের সভাপতি হয়েছেন মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোখছেদ আলী ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুল আজিজ।

নওগাঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি হয়েছেন মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. আরিফুল হক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল মতিন শাহীন।

মাধাইনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হয়েছেন মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুস সামাদ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. খবির উদ্দিন।

সগুনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হয়েছেন মো. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. বুলবুল ইসলাম ভুলু।

তালম ইউনিয়ন কৃষক দলের সভাপতি হয়েছেন মো. ইউনুস আলী বাবু, সাধারণ সম্পাদক মো. আশশাফুল ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুর রাজ্জাক।

বারুহাস ইউনিয়ন কৃষক দলের সভাপতি হয়েছেন মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রেজাউল করিম।

এম জি

শেয়ার