Top
সর্বশেষ
ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত দেশে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা

এনায়েতপুরে ১১০তম ওরসের প্রস্তুতি সম্পন্ন

২৭ ডিসেম্বর, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
এনায়েতপুরে ১১০তম ওরসের প্রস্তুতি সম্পন্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত এনায়েতপুর পাক দরবার শরীফের ১১০তম মহা পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন, শেষ মুহূর্তের কাজে ব্যতিব্যস্ত সেচ্ছাসেবক ও আয়োজক কমিটি। উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক, ওলিয়ে কামেল সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর ১১০তম ওরস শরীফ আগামী শুক্রবার (৩ জানুয়ারি) থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

জানা যায়, খাজা ইউনুস আলীর পূর্বপুরুষগণ এসেছেন ইয়েমেন থেকে। তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্যই তাদের আগমন ঘটে। অবিভক্ত ভারতের অন্যতম ধর্ম প্রচারক তৎকালীন কলকাতার মেহেদীবাগ দরবার শরীফের পীর খাজা ওয়াজেদ আলী-র সংস্পর্শে আসেন খাজা ইউনুছ আলী। আদর্শিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি অগাধ ভালবাসা ও নির্লোভ গুণের কারণে খুব স্বল্প সময়ে খাজা ইউনুছ আলী এনায়েতপুরী গুরু খাজা ওয়াজেদ আলীর তরিকা লাভ করেন।’

মাত্র ১৭ বছর বয়সে তিনি ইসলাম ও সুফীবাদের দর্শন ভারতের আসামসহ সারা বাংলায় প্রচারে খেলাফত প্রাপ্ত হন। এরপর নিজ ভূমিতে ফিরে এসে সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকা স্থাপন করে শুরু করেন ইসলাম প্রচার এবং আদর্শের সুফী বাদের বিস্তার কাজ শুরু করেন। তিনি ইসলামের মর্মবাণী-তরিকত দর্শন প্রচারের পাশাপাশি সমাজসেবা মুলক কাজেও অবদান রেখেছিলেন।

এরপর তার অনুসারীদের পরামর্শক্রমে এনায়েতপুর দরবারে ১৯১৫ সাল থেকে শুরু করেন ওরস শরীফ। এতে সারা দেশ থেকেই তার ভক্ত মুরিদরা এখানে সমবেত হতে থাকেন যা ধীরে-ধীরে অগণিত ভক্তদের আগমনে মহাসমাবেশে রুপ নেয়।

আগামী রবিবার (৫ জানুয়ারি)। সকাল দশ ঘটিকায় খাজা শাহ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) এর ৩য় সাহেবজাদা ও “বিশ্ব শান্তি মঞ্জিল”এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদান-নশীন খাজা শাহ্ মোঃ কামাল উদ্দিন নুহু মিয়ার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র ওরশের সমাপ্তি ঘটবে।’

এনজে

শেয়ার