Top

সিরাজগঞ্জে ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার

২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়ায় ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১০ পাউন্ডের ৭৫ কার্টুন ভারতীয় বন্ডের সুতা আটক করে।

বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারিক ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের সুতা গার্মেন্টে ব্যবহার না করে গোপনে চোরা চালানের মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে বিপুল মুনাফা আয় ও লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছে চক্র গুলো।

তবে কৌশল পরিবর্তন করে বেলকুচির কুচক্রি মহল সুতা ব্যবসায়ীরা এ ব্যবসা চালিয়েই যাচ্ছিল। হঠাৎ বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি ক্যাভার্ড ভ্যানে তাঁত শিল্প সমৃদ্ধ তামাই যাচ্ছিল। তখন সাংবাদিকদের সহযোগীতায় স্থানীয়রা গাড়ি আটকালে চোরাচালানকারীরা পালিয়ে যায়।’

খবর পেয়ে থানা পুলিশ রাত ৯টার দিকে সুতা গুলোসহ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। এরপর গাড়ি থেকে ভারতীয় এসটি গোল্ড ব্র্যান্ডের ১১০ পাউন্ডের ৭৫ কাটুন সুতা উদ্ধার করা হয়।

বেলকুচি থানার (ওসি তদন্ত) আব্দুল বারিক আরো জানান, সুতা গুলো আমদানি নিষিদ্ধ কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এনজে

শেয়ার