Top
সর্বশেষ

দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

২২ মার্চ, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬২৭ বারে ৬০ লাখ ১৭ হাজার ৯৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫ বারে ৫২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের  ইউনিট দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৭৩ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৫ বারে ৫৮ হাজার ৭০০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ  ২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- লিবরা ইনফিউশনের ২ দশমিক ৭০ শতাংশ, শ্যামপুর সুগারের ২ দশমিক ৫১ শতাংশ, বিআইএফসির ২ দশমিক ৪৩ শতাংশ, আরামিট সিমেন্টের ২ দশমিক ৩৯ শতাংশ, ইস্টার্ন ব্যাংকের ২ দশমিক ১৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ দশমিক ৭৭ শতাংশ ও মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ার দর ১ দশমিক ৭৪ শতাংশ কমেছে।

শেয়ার