সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্কগ্রস্থ হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন দ্যা ফিউচার আইডিয়াল মাদারের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. সাইফুল ইসলাম।
মো. সাইফুল ইসলামের কাছে একাধিকবার সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছে। রাস্তায় নামলে গাড়ি ফলো করে। এ সব বিষয়ে অনেক বার থানায় সাধারণ ডায়রি করেছেন তিনি।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, বিগত সরকারের শেষ দিকে নানা কারণে ব্যবসাবাণিজ্য স্থবির ছিল, নতুন সরকার আসার পর প্রত্যাশা ছিল ব্যবসায় গতি আসবে। কিন্তু তা আর হলো না। খুলনা শহরে প্রতিদিনই চলছে খুনের ঘটনা। এ অবস্থায় আতঙ্কগ্রস্থ হয়ে পরেছি। একের পর এক শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে এসে শহর দাপিয়ে বেড়াচ্ছে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার সময়ে শেখ পরিবারের অত্যাচারে অতিষ্ট ছিলাম। শেখ সোহেল, শেখ রুবেল ও তার অনুসারীরা প্রতিনিয়ত চাঁদা দাবি করতো। সন্ত্রাসী পাঠিয়ে হুমকি ধামকি দিতো। তাদের সন্ত্রাসী বাহিনী শাহিন বড় ভাই একবার অপহরণও করেছিল আমাকে। যে কারণে আমি মামলাও করেছি। ৫ আগস্টের আগে যারা আওয়ামী লীগের সন্ত্রাসী ছিলো তারাই এখন বিএনপির নাম করে একই সন্ত্রাসী কাজ করছে। এখনও যদি সেই আগের অবস্থা থাকে তাহলে এত রক্ত ঝরানোর কি প্রয়োজন ছিলো। প্রতিনিয়ত পরিবার নিয়ে ঝুঁকিতে রয়েছি। বিষয়টি পুলিশ প্রশাসনের ঊধ্র্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মো. বাবুল হাওলাদার বলেন, খুলনা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। রাত হলেই অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয় গোটা নগরী । যে কারণে প্রায়ই ঘটছে খুনের মত নৃশংস ঘটনা। ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে গত জুলাইয়ে স্বৈরাচার সরকার পতন করা হয়েছে। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে। কিন্তু সন্ত্রাসীদের কারণে শান্তি শৃঙ্খলার পরিবর্তে খুলনা এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আশা করব, আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় হবে। কঠোর নজরদারি করে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে। সর্বোপরি জনমনে স্বস্তি ফিরাতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো সক্রিয় হতে হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে। হঠ্যাৎ হঠ্যাৎ করেও আমরা অনেক স্থানে চেকপোস্ট বসাচ্ছি। রাতে যেসব খুন হচ্ছে সে বিষয়ে আমরা কাজ করছি কিছু আসামীও গ্রেফতার হচ্ছে। আমরা চেষ্টা করছি অপরাধ দমন করার জন্য।
এসকেএস