Top

আগ্রহ হারানোর শীর্ষে প্রিমিয়ার লিজিং

২৯ আগস্ট, ২০২০ ৭:৩৪ পূর্বাহ্ণ
আগ্রহ হারানোর শীর্ষে প্রিমিয়ার লিজিং

গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে।

এদিকে দাম কমে যাওয়ায পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে চাননি। এতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ২৮ লাখ ৪৪ হাজার টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ১৬ দশমিক ৩৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৫ টাকা ১০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৬ টাকা ১০ পয়সা।

শেয়ারের এমন দাম হওয়ার কারণ কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস ভালো না। ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিলেও ২০১৯ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। ফলে পচা ‘জেড’ গ্রুপের তালিকায় স্থান হয়েছে কোম্পানিটির।

প্রিমিয়ার লিজিংয়ের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ফার্স্ট ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। এর পরেই রয়েছে আলহাজ টেক্সটাইল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ২৩ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- বিকন ফার্মাসিউটিক্যালসের ১১ দশমিক ৯৯ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ১০ দশমিক ৬৬ শতাংশ, ফ্যামেলি টেক্সর ৯ দশমিক ৬৮ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৯ দশমিক ৬৮ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৮ দশমিক ৫৯ শতাংশ এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৫৭ শতাংশ দাম কমেছে।

শেয়ার