Top

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। দিনে শীত কম পড়লেও রাতে বাড়ে শীতের তীব্রতা। তৃতীয় দফায় উত্তরের শীতের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুইদিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।

সকালে স্থানীয়রা জানান, ভোরেই দেখা মেলে ঝলমলে রোদ। কিন্তু সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কনকনে শীতের মাত্রা বেশি হয়ে থাকে। রাত গভীর হওয়ার সাথে সাথে তাপমাত্রা যেন জিরো ডিগ্রিতে নেমে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকেও তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ সেলসিয়াস।  মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে গত তিন দিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।

এনজে

শেয়ার