Top
সর্বশেষ

৬ ক্রিকেটারকে আইপিএলের ছুটি দিয়ে কিউই টি-টোয়েন্টি দল ঘোষণা

২৩ মার্চ, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
৬ ক্রিকেটারকে আইপিএলের ছুটি দিয়ে কিউই টি-টোয়েন্টি দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ডের ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ফিন অ্যালেন। এছাড়া দুই বছর পর দলে ফিরেছেন অ্যাডাম মিলনে।

ফিন অ্যালেন ছাড়াও কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হওয়ার হাতছানি উইল ইয়াংয়ের সামনেও। ওয়ানডের মতো স্বাগতিকদের পেস বোলিংয়ে সেরা ইউনিটই থাকছে টি-টোয়েন্টিতে।

আইপিএলের জন্য কেন উইলিয়ামসন অনুমিত ভাবেই থাকছেন না। তার বদলে নেতৃত্ব দেবেন টিম সাউদি। এছাড়া আইপিএলের কারণে সিরিজ থেকে বিশ্রামে থাকছেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, জিমি নিশাম ও টিম সেইফার্ট।

আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে তিনটি টি-টোয়েন্টি।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক),ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার ব্যাটসম্যান), মার্টিন গাপটিল, টড অ্যাস্টেল, ড্যারেল মিচেল, ইশ সোধি, উইল ইয়ং, হামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও গ্লেন ফিলিপস।

শেয়ার