Top
সর্বশেষ
আর বিদেশে বই ছাপানো হবে না: শিক্ষা উপদেষ্টা ২৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ মার্চ ফর ইউনিটি: শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসী গ্রেফতার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু

আধিপত্য বিস্তার নিয়ে শিবচরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

২৯ ডিসেম্বর, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
আধিপত্য বিস্তার নিয়ে শিবচরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলার শিবচরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সুলতান শেখ(৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহতসহ অন্তত ৪ জন আহত হয়েছে। আহত সুলতান শেখকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনি বিএনপি সমর্থক।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাদবরের চর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর সদস্য আজিজুল সরদার, ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম মোল্লার সাথে একই এলাকার শ্রমিক দল নেতা মো. নাসির, সুলতান শেখের সাথে দ্বন্দ্ব চলে আসছে। সমপ্রতি আধিপত্য বিস্তার করতে আজিজুল সরদার, জসিম মোল্লা তাদের লোকজন নিয়ে আ’লীগ থেকে বিএনপিতে যোগদানের সিন্ধান্ত নেয় বলে জানা যায়। এ বিষয়টি নিয়েই পরস্পরের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হলে শনিবার রাতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় সুলতান শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এদিকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ এবং সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে,‘আজিজুল সরদার, জসিম মোল্লা, কামাল ফকিরসহ তাদের লোকজন আ’লীগের সমর্থক। এবং এলাকায় বিগত সময়ে আধিপত্য বিস্তার করে আসছে। অন্যদিকে নাসির, সুলতান শেখ, শফিক সরকারসহ তাদের লোকজন বিএনপির সমর্থক। এলাকায় এই দুই পক্ষ স্থানীয়ভাবে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করে। অতীত থেকেই দুই গ্রুপের মধ্যে দ্ব›দ্ব চলে আসছে। গত ৫ আগষ্টের পটপরিবর্তনের পর নিজেদের প্রভাব ধরে রাখতে বিএনপিতে যোগদানের পরিকল্পনা করে আ’লীগের ওই নেতা ও তাদের লোকজন। এনিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন,‘আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে শুনেছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। কোন পক্ষই এখনো অভিযোগ দেয়নি।

এম জি

শেয়ার