জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাকসু নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন এবং ১ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
দীর্ঘদিন ধরে জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত রোববার (২৯ ডিসেম্বর) জাকসু নির্বাচনসহ দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। ১৫ ঘণ্টার অনশনের পর রাত দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে তিনি অনশন কর্মসূচি প্রত্যাহার করেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। প্রায় তিন দশক পর জাকসু নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সুযোগ করে দেবে এবং তাদের দাবিগুলো বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এনজে