ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় বিশেষ অভিযান চালানো হয়েছে। তবে তাঁর পুরো বাসায় প্রায় ৩ ঘণ্টার বেশি তল্লাশি চালিয়েও ‘সন্দেহজনক’ কিছুই পাওয়া যায়নি। এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তারা।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
সূত্র বলছে, মাহবুবুল আলম আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ উপায়ে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। বাসায় বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে ওই অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এতে সঙ্গে অংশ নেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
এদিকে, অভিযানের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম র্যাব আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। তবে র্যাব সূত্র জানিয়েছে, অভিযানটি মূলত দুদকের ছিল। র্যাব শুধু তাদের সহযোগিতা করেছে। আর মাহবুবুল আলমের বাসায় প্রায় ৩ ঘণ্টার বেশি তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে কিছুই পাওয়া যায়নি।
অন্যদিকে সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসাটি পাঁচলাইশ থানার কাছাকাছি হলেও অভিযানের বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই এ বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি।
তবে অভিযান পরিচালনার বিষয়ে জানতে দুদকের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর চিকিৎসার কারণ দেখিয়ে দেশ ছাড়েন মাহবুবুল আলম। এরপর তিনি আর দেশে ফিরেননি। পরিবারের পক্ষ থেকে দাবি— মাহবুবুল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলম ২০২৩ সালের ১৫ আগস্ট দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতির দায়িত্ব নেন। গণঅভ্যুত্থানের পরে ব্যবসায়ীদের দাবির মুখে সেপ্টেম্বরের শুরুর দিকে সিঙ্গাপুর থেকে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে এফবিসিসিআই সভাপতির পদ ছাড়েন।
এনজে