Top

ইএসপিএনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

৩১ ডিসেম্বর, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
ইএসপিএনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন
স্পোর্টস ডেস্ক :

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ ২০২৪ সালের সেরা ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি দলের তালিকা প্রকাশ করেছে। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।

বছর শেষ হওয়ার একদিন আগে গত সোমবার ২০২৪ সাল জুড়ে ব্যাট ও বল হাতে দ্যুতি ছড়ানো নারী ও পুরুষ ক্রিকেটারদের নিয়ে ইএসপিএন ক্রিকইনফো সেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের তালিকা প্রকাশ করেছে। পুরুষদের তিন ফরম্যাটের দল প্রকাশ করা হলেও নারীদের শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি দল প্রকাশ করেছে ওয়েবসাইটটি। তবে ২২ জনের সে তালিকায় নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।

নারী দলের কেউ ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা দলে সুযোগ না পেলেও পেয়েছেন পুরুষ দলের একজন। তাও এক ফরম্যাটে। ২০২৪ সালের সেরা ওয়ানডে একাদশে আছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বছরজুড়ে ৭ ওয়ানডে ম্যাচ খেলে ২৩.৯৩ গড়ে বল হাতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। পুরো একাদশে মাত্র দুজন পেসার। অন্যজন পাকিস্তানের হারিস রউফ।

ওয়ানডে দলে সবচেয়ে বেশি শ্রীলঙ্কার চার জন। তালিকায় আছেন, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দ্বিতীয় সর্বোচ্চ তিন জন আফগানিস্তানের। রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নবি।

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন লিয়াম লিভিংস্টোন ও শেরফান রাদারফোর্ড। অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কেউ বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাননি।

একনজরে ইএসপিএনের বর্ষসেরা ওয়ানডে দল: পাথুম নিসাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশল পেরারা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ ও হারিস রউফ।

বিএইচ

শেয়ার