নতুন ২০২৫ বছরের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসের স্কোর বিরাজ করছে ২১৭। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১০টায় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকায় (২৭৮)।
তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৬৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৫২), কল্যাণপুর (২৫১), মাদানি এভিনিউ (২২৩), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২১৭), গুলশান ২ এর রব ভবন এলাকা (২১৬), গোড়ান (২০৯), গুলশান লেক পার্ক (২০৭), পশ্চিম নাখালপাড়া (২০৭)। এসকল এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভা (২৮৭), দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (২৭৮) এবং পাকিস্তানের করাচী (২৪০)। মঙ্গোলিয়ার উলানবাটর (২৩৩) ও ভারতের কলকাতা (২১৯) রয়েছে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে।
এদিন বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে