Top

জবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ

০২ জানুয়ারি, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
জবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ
সোহানুর রহমান, জবি প্রতিনিধি  :

ভিডিও ধারণের সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

বুধবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা বিক্ষোভ করেন।

অভিযুক্ত শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের মো. রায়হান হোসেন। ভুক্তভোগী শিক্ষার্থী ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ সেশনের মো. জিহান।

ভুক্তভোগী শিক্ষার্থী জিহান বলেন, গতকালের ঘটনার পর আজ আমি প্রক্টর স্যারকে একটি লিখিত অভিযোগ দিয়েছি। তিনি বলছেন আমার বিষয়টি তদন্ত করে দেখবেন এবং খুব দ্রুতই তাকে যথাপোযুক্ত শাস্তি দিবেন।

ভুক্তভোগীর বন্ধু ইসরাফিল বলেন, এখানে কেউ প্রভাব খাটাতে পারবে না সবাই সাধারণ শিক্ষার্থী। আমরা আশাকরি এটার একটা সুষ্ঠু বিচার পাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহম্মদ তাজাম্মুল হক বলেন, আমি কিছুক্ষণ আগে অভিযোগ পত্র পেয়েছি, দ্রুতই ব্যবস্থা গ্রহণ করব।

বিএইচ

শেয়ার