Top

মিয়ানমারে বিক্ষোভে প্রাণহানি: সামরিক বাহিনীর দুঃখ প্রকাশ

২৪ মার্চ, ২০২১ ১০:৪৪ পূর্বাহ্ণ
মিয়ানমারে বিক্ষোভে প্রাণহানি: সামরিক বাহিনীর দুঃখ প্রকাশ

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সম্পত্তির ব্যাপক ধ্বংস ও সহিংসতার অভিযোগ তোলা হয়েছে। দেশটিতে বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ২৬১ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি সংশ্লিষ্ট সংগঠনের। তবে সামরিক বাহিনী বলছে, বিক্ষোভে এ পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সামরিক বাহিনীর মুখপাত্র জাউ মিন তুন বলেন, বিক্ষোভে যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমি দুঃখপ্রকাশ করছি। তারাও আমাদের দেশের নাগরিক ছিলেন। এসময় বিক্ষোভে নয় পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানান তিনি। খবর রয়টার্সের

জাউ মিন তুন এও বলেন, ধর্মঘটে হাসপাতালগুলো চিকিৎসাসেবা পুরোপুরি পরিচালনা করছে না। এ কারণে কভিড-১৯ এর মতো মৃত্যু ঘটছে। এসময় ‘বিক্ষোভ বিষয়টিকে তিনি অপ্রয়োজনীয় এবং অনৈতিক’ বলে অভিহিত করেছেন।

নোবেলজয়ী নারী অং সান সু চির নেতৃত্বে নির্বাচিত সরকারকে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত করার পর দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি চরম সংকটের মধ্যে পড়েছে। অচলাবস্থার মধ্যে পুরো মিয়ানমার। প্রায় ১০ বছরের অস্থায়ী গণতান্ত্রিক সংস্কারের অবসান ঘটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সামরিক বাহিনী।

দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই এর বিরুদ্ধে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে পুলিশও গুলি ছুড়ছে। প্রতিদিনই পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের প্রাণ যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে নানা নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমারের জান্তাবাহিনীকে ক্ষমতা ছেড়ে দিতে চাপে ফেলার চেষ্টাও করা হচ্ছে।

শেয়ার