Top

আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করতে চান বাইডেন

২৪ মার্চ, ২০২১ ১১:২৬ পূর্বাহ্ণ
আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করতে চান বাইডেন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রোসারি মার্কেটে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন প্রাণ হারানোর পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বুধবার (২৪ মার্চ) তিনি এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

আমরা অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করতে পারি এমন মন্তব্য করে বাইডেন বলেন, ভবিষ্যতে জীবন বাঁচাবে এমন পদেক্ষেপ নিতে আমাদের এক ঘণ্টা অথবা এক মিনিটও অপেক্ষা করার দরকার নেই।

হোয়াইট হাউসে তিনি বলেন, এটি একটি মার্কিন ইস্যু যা আমেরিকানদের জীবন বাঁচাতে পারে। আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি আরো বলেন, দেশে অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগজিনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারি আমরা।

প্রতিবছর আমেরিকায় গড়ে ১০ হাজারের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁদের কেউ আত্মহত্যা করেন, কেউ অন্যের ছোড়া গুলিতে নিহত হন।

শেয়ার