Top
সর্বশেষ

জুলাই আন্দোলনে সবুজ হত্যা: সাবেক ছাত্রলীগ নেতা আশিক গ্রেপ্তার

০৭ জানুয়ারি, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
জুলাই আন্দোলনে সবুজ হত্যা: সাবেক ছাত্রলীগ নেতা আশিক গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি :

বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকার পতনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগষ্ট শেরপুর জেলা শহরের খরমপুর এলাকায় নিহত কলেজ ছাত্র সুবজ হত্যা মামলায় শেরপুর-১ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মো: আতিউর রহমান আতিক এর ভাতিজা মো: আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করেছে শেরপুর সদর থানা পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বারঘড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশিকুর রহমান আশিক সদর উপজেলার বারঘড়িয়া গ্রামের মো: জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সারাদেশে বিগত আওয়ামী লীগ সরকার পতনের সময় শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেরপুর জেলা শহরের খরমপুর এলাকায় আওয়ামীলীগ কর্মী-সমর্থকদের প্রতিরোধের সময় আন্দোলনরত ছাত্র সবুজ নিহত হয়। পরে সদর থানায় সবুজ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিককে ১৭ নং আসামী শ্রেণিভুক্ত করা হয়। এদিকে মামলা দায়েরের পর থেকেই আশিকুর রহমান আশিক গ্রেপ্তার এড়াতে পলাতক থাকে। সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর উপজেলার বারঘড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করে।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো: জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আশিকুর রহমান আশিককে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

এম জি

শেয়ার