Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে প্রিমিয়ার লিজিং

২৪ মার্চ, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে প্রিমিয়ার লিজিং
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ৪৯৫ বারে ১৩ লাখ ৮৭ হাজার ৬৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আজিজ পাইপসের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৫৬ বারে ৩ লাখ ৮৫ হাজার ৭১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৩৮ শতাংশ। ফান্ডটি ১২ বারে ৩১ হাজার ৪৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-পূবালী ব্যাংকের ১ দশমিক ২৬ শতাংশ, নাভানা সিএনজির দশমিক ৯০ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দশমিক ৮২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের দশমিক ৭৪ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দশমিক ৬৭ শতাংশ, বিডি ল্যাাম্পসের দশমিক ৫৬ শতাংশ এবং লাভেলো আইসক্রীমের শেয়ার দর দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।

শেয়ার