Top

ঢাকা কলেজ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সৈকত ও সদস্য সচিব ওমায়ের

১৩ জানুয়ারি, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
ঢাকা কলেজ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সৈকত ও সদস্য সচিব ওমায়ের
ঢাকা কলেজ প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চ ঢাকা কলেজ শাখায় ৫৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ঢাকা কলেজের (২০২০-২১) সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী এস বি সৈকত এবং সদস্য সচিব ঢাকা কলেজের (২০২০-২১) সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওমায়ের।

রবিবার (১২ জানুয়ারি) ইনকিলাব মঞ্চ এর কেন্দ্রীয় আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে যুগ্ম-আহ্বায়ক এন এম শ্রাবন ও যুগ্ম-সদস্য সচিব আল আরাফাত মাহিম।

এছাড়াও সদস্য- মোঃ রিফাত হোসেন,  মাহমুদ মাহদী, হাসানুল বান্না, তানভীর ইসলাম, আশরাফুল ইসলাম, আহমেদ সিয়াম, নাহিদ আল মারজান, মোঃ নাহিদ ইসলাম, মোঃ আইয়ব আলী, মোঃ জুলফিকার আলী, মোঃ রেদওয়ান হসলাম, মোঃ রওশন আলম, মোঃ ইকবাল হোসেন শিহাব, মোঃ আল মুমিন লুইস, সুমন বসুনিয়া, আমিনুল ইসলাম, মোঃ হিশাম, আহমেদ ছাদিক, মিনহাজুল হক মুমিত, আজমাইন হোসেন, আল আমিন ইসলাম, মোঃ সোহেল রানা, রিফাত জিম, আশিকুর রহমান, মোঃ জুবায়ের, মোঃ সজীব, মোঃ নিশান, তাহমিদ আহমেদ, নাজমুল হাসান ইমতিয়াজ হোসেন, মোঃ শাহীন, মজাহিদল ইসলাম, আইয়ুব আলী, আরাফাত হসলাম, কায়সার হোসেন, নাহিদ ইসলাম, মফিদুল হক, তানজিম আহমেদ, মোহাম্মদ আশরাফুজ্জামান, তাহসিন হাসিব সিয়াম, ইরফানুল কায়েশ ইফতি, আমিনুল ইসলাম খান, রফিকুল ইসলাম, ইফফাত ইসলাম, আশরাফুল ইসলাম, বিপ্লব হোসেন, ফাহাদ ইসলাম, সাজ্জাদুল ইসলাম শাহীন, ফয়সাল আহমেদ, মোঃ সাকিব হোসেন, রুবেল মন্ডল, এবি রাজ্জাক সোম, নাইমুর রহমান রিফাত এবং মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

নতুন আহ্বায়ক এস বি আর সৈকত বলেন, নতুন বাংলাদেশের জাগরণকে দীর্ঘজীবী করতে আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক সচেতনতার বিকল্প নেই। ইনকিলাব মঞ্চ এই সচেতনতাকে পুঁজি করেই সকল আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। একবিংশ শতাব্দীতে আগ্রাসনের মূল উপাদান হচ্ছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক । রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক আগ্রাসন রুখতে না পারলে শত্রুপক্ষকে মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়ায়। ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান সমর্থিত সাংস্কৃতিক প্লাটফর্ম। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই আমাদের লক্ষ্য।

এনজে

শেয়ার