কেপিপিএলসহ লকপুর গ্রুপের কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মহীন শ্রমিকরা।
শুক্রবার (১০ জানুয়ারি) খুলনা-মোংলা মহাসড়কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কয়েক হাজার কর্মহীন শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। এসময় শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করেন গ্রুপের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন।
তিনি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে গণমাধ্যমের সামনে তাঁর ব্যক্তব্য উপস্থাপন করেন। দীর্ঘ দুই বছর বিদেশে অবস্থানের পর আমজাদ দেশে ফিরে গণমাধ্যমকে জানান, কীভাবে আওয়ামী দুঃশাসন, চাঁদাবাজি, ধখলদারিত্ব এবং রোষানলে পড়ে ব্যবসায়িক নিবন্ধন এবং ব্যাংক হিসাব ফ্রিজ করত। ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ ইন্ধনে কেপিপিএল সহ সকল রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠান এক প্রকার পঙ্গু হয়ে পড়ে।
লকপুর গ্রুপ দক্ষিণাঞ্চলের স্বনামধন্য শিল্পগ্রুপ, যার অধীনে রয়েছে ১৭ টি শতভাগ শিল্পপ্রতিষ্ঠান যেগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১৫ হাজার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী (যাদের অধিকাংশ নারী) চাকুরি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে । এছাড়াও গ্রুপটির মালিকানাধীন কেপিপিএল কোম্পানিটি দেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান যার সাথে জড়িত লক্ষ লক্ষ বিনিয়োগকারী ব্যাপক মূলধন হারিয়েছেন প্রতিষ্ঠানটি আচমকা বন্ধের নোটিশে।
আমজাদ হোসেন বর্ণনা করেন, কিভাবে বিগত সরকারের স্থানীয় এবং সেন্ট্রাল কমিটির বিভিন্ন সদস্যদের চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকিতে তাকে একপ্রকার দেশছাড়া হতে হয়। যার ফলে তার ব্যবসায়িক কার্যক্রম, একাউন্ট অপারেশন এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। তিনি বৈষম্যমুক্ত দিতীয় স্বাধীন বাংলাদেশে কেপিপিএল সহ লকপুর গ্রুপের সকল কারখানা খুলে নিরীহ শ্রমিকদের চাকুরি ফিরে পাওয়ার দাবিতে সংশ্লিষ্ট কর্তিপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ যাবতকালের সকল মিথ্যা এবং হয়রানিমূলক মামলা থেকে রেহাই নিয়ে নতুন করে কোম্পানিগুলো অচিরেই ঢালাওভাবে চালু করবেন । ইতোমধ্যেই তিনি বেশ কয়েকটা মামলা থেকে জামিনপ্রাপ্ত হয়েছেন এবং কোম্পানিগুলো চালু করার জন্য প্রতিষ্ঠানের কর্মচারীদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
বিএইচ