গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে ৬টি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওইসব গোডাউনের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সারাবো ও কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর চারটার দিকে কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় গুডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মর্ডান ফয়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, পারিজাত এলাকার আজাহারের ঝুটের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা আরও ৫টি গোডাউনে ছড়িয়ে পড়ে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্থ ঝুট গোডাউনের মালিকেরা হলেন আলামিন, সাইফুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, মাহফুজ আহমেদ, আজহার হোসেন এবং জয়নাল আবেদীন।
তারা জানান, ইদ্রীস ও কাদের মোল্লার কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে তারা গোডাউন পরিচালনা করেন। ভোর রাতে হঠাৎ করেই আজহারের ঝুটের গোডাউনে আগুন দেখতে পায় তারা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো এলাকার মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এক ঘন্টার চেষ্টায় ভোররাত ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
এনজে