Top
সর্বশেষ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

১৯ জানুয়ারি, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৩ কেজি ৮৫ গ্রাম গাঁজা, ১১৪ পিস ইয়াবা, ১৪ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেনসিডিল ও ৪৮ মিলি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৩টি মামলা করা হয়েছে।

বিএইচ

শেয়ার