প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই একাধিক নির্বাহী আদেশে সই করলেন ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি কর্মীদের বাসায় থেকে দাপ্তরিক কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) সুবিধা বাতিলের আদেশ।
এএফপি জানায়, সরকারি কর্মীদের বাসায় থেকে দাপ্তরিক কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) সুবিধা বাতিল করে একটি নির্বাহী আদেশে সই করেছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট।
ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচদিন পূর্ণ সময় দপ্তরে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
এই নির্বাহী আদেশের বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, সরকারের নির্বাহী শাখার সব বিভাগ ও সংস্থার প্রধানেরা যত তাড়াতাড়ি সম্ভব ঘরে বসে কাজের ব্যবস্থা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সব কর্মীর নিজ নিজ কর্মস্থলে পূর্ণ সময়ের জন্য সশরীর কাজে ফেরার ব্যবস্থা করবেন।
বিএইচ