Top
সর্বশেষ

সাঁড়াশি অভিযান: মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে গ্রেফতার ২৩

২১ জানুয়ারি, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
সাঁড়াশি অভিযান: মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে গ্রেফতার ২৩
নিজস্ব প্রতিবেদক :

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে একটি দল আড়াই ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএইচ

শেয়ার