চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদিন বাড়ছে ফুলকপির আবাদ। বর্তমানে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে সবজির, ফলে লোকসানের শঙ্কায় মিরসরাইয়ের প্রান্তিক কৃষক। নিরুপায় হয়ে উৎপাদন খরচের চেয়ে কম দামে ফুলকপি বিক্রি করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বৃস্তীর্ণ মাঠ জুড়ে এখন শীতকালীন হরেক রকমের সবজি। নানা রকমের সবজির চাষ হওয়ায় সবুজের সমারোহ বদলে গেছে মাঠের দৃশ্যপট। তবে সবজিটির দাম না পাওয়ায় হতাশায় দিন পার করছেন এখানকার কৃষকরা। প্রান্তিক কৃষক প্রতি পিচ ফুলকপি বিক্রি করছেন ১০-১২ টাকা। যা তাদের উৎপাদন খরচেরও ব্যয় মিটছেনা।
ফুলকপি চাষি ইমাম হোসেন জানান, লাভের আশায় দিন রাত পরিশ্রম করে ৩০ শতক জমিতে ফুলকপি চাষ করি। এখানে আমার প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। এখন বাজারে যে দাম তাতে তো মনে হচ্ছে অর্ধেক খরচও উঠবেনা। কয়েকদিন অপেক্ষা করেছিলাম দাম বাড়লে বিক্রি করবো বলে। আশা ছিলো প্রতি পিচ ফুলকপি ৩০ টাকা করে বিক্রি করবো। কিন্তু বর্তমানে বাজারে প্রতিপিচ ফুলকপি বিক্রি হচ্ছে ১০-১২ টাকা। কিছুই করার নেই লোকসান হলেও বিক্রি করে দিতে হবে।
তালবাড়িয়া এলাকার কৃষক ইমাম হোসেন জানান, গত বছর মাত্র ১০ শতক জমিতে ফুলকপি চাষ করেছিলাম। লাখ হওয়ায় এই বছর প্রায় ৪০ শতক জমিতে ফুলকপি চাষ করি। বিক্রি করে পেয়েছি মাত্র ১৫ হাজার টাকা। লাভ তো দূরের কথা খরচের টাকাটা উঠাতে পারিনাই।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, চলতি বছর মিরসরাই উপজেলায় ১৮৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করার কথা রয়েছে। ইতিমধ্যে ১৬৫০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়ে গেছে। উপজেলায় ৬০ হেক্টর জমিতে ফুলকপি চাষ করা হয়েছে। বর্তমানে শীতকালীন সকল সবজি বাজারে আশা শুরু হওয়ায় কৃষক দাম কম পাচ্ছে।
এম জি