Top
সর্বশেষ

বন্ধ হয়নি কাশেম ইন্ডাস্ট্রিজের তিন কোম্পানি

২২ জানুয়ারি, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
বন্ধ হয়নি কাশেম ইন্ডাস্ট্রিজের তিন কোম্পানি

বন্ধ হয়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন তিন কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে কাশেম ল্যাম্পস লিমিটেড, কাশেম ফুড প্রডাক্টস লিমিটেড ও সানলাইট ট্রেডিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, গত বছরের ১৯ সেপ্টেম্বর কোম্পানির পর্ষদ সভায় পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২২ সেপ্টেম্বর ডিএসইতে এই নিউজ প্রকাশ করা হয়। এর পর কয়েকটি গণমাধ্যমে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। সেখানে বলা হয় কাশেম ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন তিন কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বিষয়টি বিনিয়োগকারীদের নজরে আসলে তারা কোম্পানির কাছে জানতে চেয়ে কোন উত্তর পায়নি। পরবর্তীতে ডিএসইতে আবেদন করেন তারা। ডিএসই কোম্পানির কাছে এই বিষয়ে জানতে চাইলে কোম্পানি থেকে বলা হয়, কোম্পানির কার্যক্রম চলমান। তবে পরিষেবা বাতিলের সিদ্ধান্ত বাতিলের হয়েছে। এতে কোম্পানির কোন ক্ষতি হবে না। বরং আয় বাড়তে পারে।

শেয়ার