Top

চিকিৎসকসহ সিলেটে আরও ১১৯ জনের করোনা শনাক্ত

৩১ আগস্ট, ২০২০ ৭:৫৮ পূর্বাহ্ণ
চিকিৎসকসহ সিলেটে আরও ১১৯ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে চারজন চিকিৎসকসহ নতুন করে আরও ১১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (৩০ আগস্ট) এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৩৯ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৮০ জনেরসহ সিলেট বিভাগে ১১৯ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রোববার ওসমানীর ল্যাবে ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সিলেটে চার চিকিৎসকসহ আরও ৩৯ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও শহরতলীর রয়েছেন ৩৭ জন। এর মধ্যে ৪ চিকিৎসকও রয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত অন্য দুজনের মধ্যে একজন সিলেটের জৈন্তাপুর উপজেলার অপরজন সুনামগঞ্জের বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, রোববার শাবিপ্রবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২৭ জন, সুনামগঞ্জের ২১ জন ও মৌলভীবাজারের ৩২ রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৪ জন। এর মধ্যে সিলেটে পাঁচ হাজার ৭১৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫০, হবিগঞ্জে ১ হাজার ৫৩৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ৭ হাজার ৭৬৪ জন করোনা রোগী সুস্থ হওয়ায় বর্তমানে এ বিভাগে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন মোট ৩ হাজার ৫০জন। সে হিসাবে সুস্থতার হার ৮৩ ভাগ।

সিলেট বিভাগে সুস্থ হওয়া ৭ হাজার ৭৬৪ জনের মধ্যে সিলেটে ৪ হাজার ৮০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৪৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ২৭ জন সুস্থ হয়েছেন। রোববার দুপুর পর্যন্ত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এর মধ্যে সিলেটের ১৩৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারের ২০ জন।

আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩৩২ জন। করোনায় আক্রান্ত হয়ে ১৩১ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

শেয়ার