টানা তিন কার্যদিবস বৃদ্ধির পর আবারও পতনের বৃত্তে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। বুধবার (২২ জানুয়ারি) প্রধান মূল্যসূচকসহ সকল মূল্যসূচকের পতনের মাধ্যমে শেষ হয়েছে লেনদেন। ২৫ পয়েন্ট কমে আজকের প্রধান মূল্যসূচক দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৭ পয়েন্টে। গত তিন কার্যদিবসে ডিএসএক্স ৬৯ পয়েন্ট বেড়ে হয়েছিল ৫ হাজার ২০২ পয়েন্ট। শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬। যা আগের দিনে ছিল ১ হাজার ১৭২ পয়েন্ট। আর ভালো ৩০ টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত মূল্যসূচক ডিএস ৩০ তে ৫ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৪৮৭ পয়েন্ট। আগের কার্যদিবসে এই মূল্য সূচকে পয়েন্টের পরিমাণ ছিল ১ হাজার ৯২৫।
ডিএসইতে ৪১৩ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৪৯৯ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা। এতে লেনদেন ১৭ শতাংশ বা টাকার অংকে ৮৬ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকা কমেছে।
এদিন ৩৯৬ টি প্রতিষ্ঠানের মধ্যে আধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। দর কমার তালিকায় আছে ২৪৭ টি প্রতিষ্ঠান। শেয়ার দর বেড়েছে ৯২ টি প্রতিষ্ঠানের। আর শেয়ার দর অপরিবর্তিত আছে ৫৭ টি প্রতিষ্ঠানের।
বুধবারের লেনদেনে শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে বঙ্গজ লিমিটেডের। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৪.৫ টাকায় থেমেছে। আগের দিনের চেয়ে ৯ শতাংশ বেড়ে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ অটোকারস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৯২.৭০ টাকা। আর ৬ শতাংশ বেড়ে তৃতীয় অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস পিএলসির শেয়ার দর ছিল ২৮.৫০ টাকা। সেরা দশে অন্যান্য কোম্পানির মধ্যে ছিল আনোয়ার গ্যালভানাইজিং, সিভিও পেট্রোক্যামিক্যাল, জাহিন স্পাইনিং, রানার অটোমোবাইলস, মুন্নু সিরামিক, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স ও এনআরবি ব্যাংক পিএলসি।
শেয়ার দর কমার তালিকায় প্রথমেই ছিল রেনউইক যজ্ঞেশ্বর। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৬ শতাংশ কমে হয়েছে ৬২৩ টাকা। দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দর ৫ শতাংশ কমে হয়েছে ২৮. ৬০ টাকা । অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ার দর ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬.২ টাকায়।
দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৫ কোটি ৪৪ লাখ টাকার। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬ টির, কমেছে ১০৩ টির এবং অপরিবর্তীত ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫১৮ পয়েন্টে।
বিএইচ