Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

যারা নির্বাচনকে ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ: আব্দুস সালাম

২৫ জানুয়ারি, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
যারা নির্বাচনকে ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ: আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক :

যারা নির্বাচনকে ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার রাজধানীর পল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে এ মন্তব্য করেন তিনি।

আব্দুস সালাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি, যেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে সেজন্য। সব সংস্কার করার সময় এই সরকারের নেই।’

তিনি আরও বলেন, ‘দেশ এবং দেশের বাইরে যে ষড়যন্ত্র হচ্ছে সেসব রুখতে নির্বাচিত সরকার দরকার। যারা নির্বাচনকে ভয় পায় তারা নিশ্চয়ই এসব ষড়যন্ত্রের অংশ।’

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন। বিএনপি জাতীয় সরকার গঠন করবে।’

বিএনপিকে মাইনাস করার চেষ্টা করে লাভ নেই জানিয়ে তিনি বলেন, ‘জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। তাই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’

বিএইচ

শেয়ার